Ads

মুক্তি চাই

মনি জামান
————-
নিঃশব্দে ক্ষয়ে যায় জীবন মনের গহীনে হৃদয়ের ভাঁজে ভাঁজে আজ তিক্ততা,মনের পুঞ্জিত সব মৃত স্বপ্ন গুলোর আজ সৎকার হয় যত্রতত্র। স্বর্ণলতা আঁকড়ে আছে দেখো অচ্ছুত বৃক্ষ মস্তকে, সেখানে ধ্বনিত হচ্ছে তিক্ত আর্তনাদ,শিরা উপশিরা যন্ত্রণার নীল তীব্র প্রবাহ লুফে নেয় অবলীলায় ধ্বমনি।
তবুও স্বার্থ পেশি শক্ত করে নিধন যজ্ঞে তুমি মানুষ চালাও পৃথিবী ধ্বংসের পায়তারা,ঐ কান পেতে শোন তুমি,কি শুনতে পাচ্ছো সে চিৎকার যদি না পাও বধিরত্ব বরণ কর আর অন্ধ চোখে চশমা পরো।
দেখ আকাশ জুড়ে সূর্যগ্রাসী গাঢ় কালো মেঘ,তীব্র ঘর্ষণ বিকট বজ্রপাত ধেয়ে আসছে ঐ মৃত্যু,বিশুদ্ধ অক্সিজেন সংকট নিঃশব্দে ক্ষয়ে যাচ্ছে ফুসফুস।
ঐ আকাশ এই মাটি আর সবুজ অরণ্য আজ তীব্র তাপদাহে ঝলসানো সব যে ক্ষুধার্তে কাবাব,বাতাসে বিষাক্ত কার্বনডাইঅক্সাইড ভারসাম্যহীন তুমি আমি আমাদের পৃথিবী।
উত্তাপ উষ্ণতার চরম নির্লজ্জতা বায়ু স্তর ক্ষয়,সূর্যের বেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব।
দেহ থেকে ঝরে ঘামের তীব্রতা থমকে দাঁড়ায় সময়,পথ খোঁজে মুক্তির।
এক পশলা বৃষ্টি শেষে এক ঝলক রোদ্দুরের ব্যঙ্গাত্মক হাসি,অসহনীয় করে তোলে প্রজন্ম নিপাতের দৃঢ় অঙ্গীকার।
আজ আমরা মুক্তি চায় বাঁচার জন্য মুক্তি।।

মনি জামান – কবি।

আরও পড়ুন