Ads

মৃত্তিকার মৌন আকুতি

শাহনাজ পারভীন সানি

ওগো বর্ষার আকাশ
বজ্রপাতের ডমরু বাজিয়ে চমকিত
করো ধরা,উন্মাতাল করো সমীরণ,
বর্ষার আগমনের বার্তায় উচ্ছ্বসিত তনুমন।
দাপাদাপি ছোটাছুটি তৃষ্ণার্ত অন্তকরণ
সম্ভোগের প্রহসনে অবাধ্য আবেগে উতলা পুষ্প-কানন।

ওগো শ্রাবণধারা কৃষ্ণ মেঘজাল ভেদ করে,
ছুটে আসো আমার আঙিনায়।
ঘাত প্রতিঘাতের সকল উত্তাপ সুশীতল করো
তোমার অমিয় বারিধারায়;
এসো ঝরঝর রিমঝিম বাদলের নূপুর পায়,
শ্রাবণের দখিনা ভেজা বাতাসে নিয়ে এসো কেয়া,কদমের সুঘ্রাণ
সুবাসিত করো আমার এ আলয়।

ওগো বর্ষা, ওগো শ্রাবণের এলোকেশী মেঘমল্লা
বৃষ্টির রূপে ঝরো অঝোর ধারায় প্রশান্ত করো বিচ্ছেদের মৌন দহন;
টুপটাপ বরিষণে ছুঁয়ে দাও, অনুরণিত
অন্ত্রে জাগাও শিহরণ।

দাও সারা দাও ওগো শ্রাবণের মায়াবী ঢল,
প্রেমময় মাদকতায় প্রবল বর্ষণে এক করো দু’কূল।
করজোড়ে করি মিনতি,শোন আমার এ আকুতি,
ঐশ্বর্যপূর্ণ ভালোবাসায় পরিপূর্ণ করো
আমাদের মিলন তিথি।

২১-৭-২০

শাহনাজ পারভীন সানি- কবি।

আরও পড়ুন