Ads

মেঘলা দিনে

 

এই মেঘলা দিনে একলা বসে
তোমার বাতায়নে
আগের মতো আজও আমায়
পড়ে কি গো মনে।

রিমঝিমাঝিম বৃষ্টি ঝরে
বাহিরেতে ওই
বসে আছি একলা আমি
আজকে তুমি কই?

মন পেতে চায় তোমার দেখা
তুমিও কি ভাবছো একা
তোমার মন কি উদাসন?
বৃষ্টি হলেই তবে কেনো
কান্দে আমার মন?

তুমি ছিলে আমি ছিলাম
এমনি ছিল অঝোরধারা,
ছলকে ওঠা জলের সাথে
আমরা হতাম বাধনহারা।

আজকে তোমায় কোন্ সে বাঁধন
শেকল হয়ে রাখলো বেঁধে,
আমাকে তো বাঁধলো না কেউ
প্রহর কাটে তোমায় সেধে।

(জ্যৈষ্ঠ – ১৪০০ সাল)

লেখক-আবু সাইফা,এ্যাডমিন মহীয়সী অনলাইন গ্রুপ,কবি ও সাহিত্যিক।

আরও পড়ুন