Ads

যুগের চাহিদা!!!!!

মোসাঃ নাসরিন সুলতান

আগের দিনে ১০০ টাকায় এক মাসের বাজার করা যেত,

এখনকার দিনে ১০০০ টাকায় একদিনের বাজার হয় না।

আগের দিনের মানুষ ১০০ মাইল পথ হেটে যেত,

এখনকার দিনের মানুষ ১০০ গজও হাটতে চায়না।

আগের দিনের ছেলেরা কেনাকাটাসহ বাহিরের কাজ করত আর মেয়েরা ঘরের কাজ,

এখনকার দিনের মেয়েরা বাহিরের সব কেনাকাটা করে আর ছেলেরা ঘরে থাকে!

আগের দিনে শাশুড়িরা ছিল দজ্জাল, বৌউদের কথা বলতে দিত না,

এখনকার দিনে বৌউরা দজ্জাল শাশুড়িদের বাসা থেকে বের করে দিতেও ভয় পায় না।

আগের দিনের ছেলেরা মাকে মাথায় করে ডাক্তার এর কাছে নিয়ে যেতো,

এখনকার দিনের ছেলেরা গাড়ি করে মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যায়।

আগের দিনের মারা ছেলের কাছে থাকতে পছন্দ করত,

এখনকার দিনের মারা মেয়ের কাছে থাকতে পছন্দ করে।

আগের দিনের ছেলেমেয়েরা প্রেম করত লুকিয়ে লুকিয়ে চিঠি লিখে,

এখনকার দিনের ছেলেমেয়েরা প্রেম করে সবার সামনে ফোনে ফোনে।

আগের দিনের মানুষ কথায় কথায় ঝগড়া করতো,

এখনকার দিনের মানুষ কথায় কথায় ছুরি চালায়।

আগের দিনের ছেলেমেয়েরা সারা দিন মাঠে খেলত,

এখনকার দিনের ছেলেমেয়েরা সারাদিন গেমস খেলে।

আগের দিনের মানুষের পছন্দ ছিল গ্রাম, নদী, নালা খাল, বিল আর উম্মুক্ত বাতাসে নিঃস্বাস নেওয়া,

এখনকার দিনের পছন্দ এই ইট পাথরের ঘরে দম বন্ধ করে বসে থাকা।
আসলে সময়ের সাথে সাথে শুধু চরিত্র গুলো বদলায়,

কিন্তু ঘটনাগুলি একই থাকে!!!!!! এটাই জীবন!

কবিঃ কলামিস্ট এবং থানা মাধ্যমিক শিক্ষা অফিসার

 

আরও পড়ুন