Ads

রক্তের স্রোত ।। শেখ ফাহমিদা নাজনীন

।। শেখ ফাহমিদা নাজনীন ।।

একটা শহর ছাই হয়ে যায়,

আরেক শহর জ্বলে,

বা*রুদ মেশা তীব্র আগুন,

ফি*লি*স্তিনের কোলে।

এতটা তরল র*ক্তের স্রোত,

আগুন নেভে না তবু,

মানুষ তো নয়, জ্বলে পুড়ে আজ

মানবতা নিভু নিভু।

রামা*ল্লা, রা*ফাহ, গা*জা, সবেতেই

একই মৃত্যুর রূপ,

শ্লোগান শ্লোগানে কাঁপে সাধারণ,

বিশ্ব মোড়ল চুপ।

শুধু চুপ নয়, তারা হাত তোলে

খুনি, জালিমের পাশে,

পৃথিবীটা আজ যু*দ্ধক্ষেত্র,

মৃত্যুকে ভালোবেসে।

যত আক্রোশ শিশুদের পরে

আক্রোশে পোড়ে নারী,

গা*জা পুড়ে ছাই, রা*ফাহ যেন আজ,

মৃতদেহের সারি।

রাতের আঁধারে জোট বেঁধে আছে,

যত হায়েনার দল,

বিশ্ব বিবেক চেয়ে চেয়ে দেখে,

এখনো অচঞ্চল।

নিজের জাতির প্রাণের মূল্য,

নিজেকেই দিতে হবে,

ফিরিয়ে আনবো ইতিহাস ফের,

মদিনার অনুভবে।

বনু কাইনুকা, বনু কুরাইজা,

ইতিহাসে আছে লেখা,

এসো একবার পাতা উল্টাই,

হোক তার সাথে দেখা।

কবিঃ কবি ও লেখক

…………………………………………………………………………………………………………………………

মহীয়সীর প্রিয় পাঠক ! সামাজিক পারিবারিক নানা বিষয়ে লেখা আর্টিকেল ,আত্মউন্নয়নমূলক অসাধারণ লেখা, গল্প  ও কবিতা  পড়তে মহীয়সীর ফেসবুক পেজ মহীয়সী / Mohioshi  তে লাইক দিয়ে মহীয়সীর সাথে সংযুক্ত থাকুন। আর হা মহীয়সীর সম্মানিত প্রিয় লেখক! আপনি আপনার পছন্দের লেখা পাঠাতে পারেন আমাদের ই-মেইলে-  [email protected]  ও  [email protected] ; মনে রাখবেন,”জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও উত্তম ।” মহীয়সীর লেখক ও পাঠকদের মেলবন্ধনের জন্য রয়েছে  আমাদের ফেসবুক গ্রুপ মহীয়সী লেখক ও পাঠক ফোরাম ; আজই আপনিও যুক্ত হয়ে যান এই গ্রুপে ।  আসুন  ইসলামী মূূল্যবোধে বিশ্বাসী প্রজন্ম গঠনের মাধ্যমে সুস্থ,সুন্দর পরিবার ও সমাজ গঠনে ভূমিকা রাখি । আল্লাহ বলেছেন, “তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে চলো ।” (সূরা বাকারা-১৪৮) । আসুন আমরা বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে সমাজে অবদান রাখতে সচেষ্ট হই । আল্লাহ আমাদের সমস্ত নেক আমল কবুল করুন, আমিন ।

আরও পড়ুন