Ads

রেসকোর্স 

হাসান ওয়াহিদ

এবার ছুটি পেলে পাহাড়ে যাব
মেহগনি গাছের নিচে পেতে রাখব
চায়ের সরঞ্জাম।
তুমি না চাইলেও অধিকাংশ পাতা
হয়ে যাবে গান,
তোমার সবুজ শাড়িকে ঘিরে
তখন নিলামে উঠবে দরদামের ফিসফাস।
নীল আর সবুজের চমৎকার কম্বিনেশন
শেখাবে মারমা মেয়ে।
গেস্ট হাউসের বিছানার উপর ভাসবে
হেমন্তের ঝড়
আস্তে আস্তে সবকিছু ফিকে হয়ে যাবে ভেবে
আমি সযত্নে তোমাকে নিয়ে খেলব
আমার আনন্দ তখন বাদাম ভাজা চিবোবে একা।

বহু পুরনো তৃষ্ণার্ত ঘোড়ার মতো আমি
রেসকোর্সের  স্মৃতি গুছিয়ে রাখি।

হাসান ওয়াহিদ- কবি।

আরও পড়ুন