Ads

লাঙ্গলের ওম

তাসনীম মাহমুদ

জলপাই রোদে পুড়ে যাওয়া বাষ্পের মতো
ধুকছে জীবন। আহ! কতদূরে হে সুন্দর তুমি?
উদর জ্বলে যায় যে জ্বালায়; সে জ্বালা আদিম!
সে জ্বালা পশুর, পাখির, মাছের, মানুষের।…

পোশাক বদলের মতো যদি বদলে ফেলা যেত
পৃথিবীর নিয়ম আর ক্ষুধাকে যদি করে দেয়া যেত
কেবলমাত্র ধনী’র জন্য অনিবার্য! তবে আমাকে
আর লিখতে হতো না; সেইসব নিরন্ন মুখের কথা—
যাদের জীবন সরল, যাদের উদর জ্বলে যায়
একটুকরো রুটি আর একটুখানি সালুনমাখা
ঝোলের আশায়। যারা অসহায়; যারা শিশু-নারী-বৃদ্ধ!
যাদের ভবিষ্যৎ অমাবস্যার কুয়াশার মত অন্ধকার।

হে অন্ন!
স্রষ্টার কৃপার অন্ন!
তাদের জন্য, আর আমাদের সকলের জন্য
কৃষকের লাঙ্গলের ওমে তুমি উন্মুক্ত হও;
শিশির যেভাবে গড়িয়ে পড়ে ভোরের ঘাসে—
কেননা তুমি সবার জন্য; স্রষ্টার মত উন্মুক্ত।…

০৬.০৯.২০২০

তাসনীম মাহমুদ – কবি।

আরও পড়ুন