Ads

শরৎ এলো

 

 

শরতের এর মতো শুভ্র হোক হৃদয়ের আয়না…..

ফের একটি বছর পর তোমার দেখা মিললো….
হে শুভ্র শরৎ!!

নদীর চরে বিলের ধরে!!
মাথা উচিয়ে থাকা কাশ ফুলে!!

আকাশের ভেলায় ভেসে বেড়ানো!!
পেজা তুলোর মতো খন্ড মেঘ রাশি!!
ধানের ডগায় ডগায় লেগে থাকা সবুজের হাসি!!
চারিদিকে শান্ত স্নিগ্ধ আবহাওয়া….
আমায় জানিয়ে দিয়েছে তোমার আগমনের বার্তা!

আকাশে জমিনে সর্বত্রই
তোমার শুভ্রতার ছড়াছড়ি….
হঠাৎ হঠাৎ বৃষ্টি এসে সব কিছু ধুয়ে মুছে দেয় নিমিষে!!
ফলে তোমার শুভ্রতা আরো উজ্জ্বল হয়ে ধরা দেয় মোর হৃদয়ে!!

তোমার এ রূপ দেখে আমার হৃদয়ে উকি দেয়….
নতুন স্বপ্ন
হৃদয়ের তারে তারে বাজতে থাকে নতুন গান…..

মন বলে …..

ইশ! যদি আমিও পারতাম নিজেকে এভাবে ধুয়ে মুছে….
তকতকে ঝকঝকে করতে…
তোমার নীল আকাশের মতো শুভ্রতা দিয়ে…
যদি পূর্ণ করতে পারতাম !!
পাপে তাপে ভরা…
মোর হৃদয়ের আয়না খানি!!
পারতাম যদি তোমার শুভ্রতা দিয়ে….
নিজের ভিতর বাহির মুড়িয়ে
মহান রবের দরবারে দাড়াতে…..

যিনি আমাকে তার দিকে ফিরিয়ে নিতে…..
তোমার মতো অসংখ্য নিদর্শন ছড়িয়ে দিয়েছে মানবগ্রহের পরতে পরতে…..!!

সামায়রা সামিহা- কবিও ধর্মগবেষক।   

আরও পড়ুন