Ads

শরৎ

–রফিকুল্লাহ্ কালবী

নীল আকাশে ভেসে বেড়ায়
সাদা মেঘের ভেলা,
কাশের বনে আপন মনে
বাতাস করে খেলা।

  নদীর চরে বেলেহাঁস ও
সাদা বকের সারি,
কাঁকড়া এবং কচ্ছপেরা
গর্তে বানায় বাড়ি।

স্রোতের টানে সাগর পানে
চলছে ভেসে পানা,
শিউলিগুলো উড়েই যেতো
থাকতো যদি ডানা।

পদ্মপাতার ঝিলের জলে
পানকৌড়ির ডুব,
দুষ্ট ছেলে কলার ভেলায়
বৈঠা চালায় খুব।

মাছরাঙাটা বাঁশের ডালে
চুপটি বসে ঠায়,
পানসীগুলো পাল তুলে ঐ
কোথায় চলে যায়?

  এমনি করে বাংলাদেশে
স্নিগ্ধ শরৎ আসে,
মেঘের থালা কাশের ডালা
ভরা ভাদর মাসে।

রফিকুল্লাহ্ কালবী- কবি।

আরও পড়ুন