Ads

শরৎ

সাদা মেঘে যাচ্ছে উড়ে
আকাশের ঐ নীল
মাঝে মাঝে বৃষ্টি দেখে
যাচ্ছে ভরে দিল।

কাশফুলেরা মিষ্টি হেসে
নাচছে দুলে দুলে
শিউলি তলা ভরে গেছে
সাদা রঙের ফুলে।

এমন রূপে কে সাজালো
বলবে আমায় শুনি
বলল হেসে শরৎ ঋতু
আল্লাহতায়ালা গুণী।

 

উম্মে আম্মার- কবি ও মডারেটর মহীয়সী।   

আরও পড়ুন