Ads

সম্পর্কের নাম ।। শেখ ফাহমিদা নাজনীন

।। শেখ ফাহমিদা নাজনীন ।।

কোন মধুমাসে প্রথম হয়েছে দেখা,

তারপর কত দিন গেছে এঁকেবেঁকে,

সংযুক্তিতে জীবন যুদ্ধ শেখা,

কত ভুল, কত শুধরানো ঠেকে ঠেকে।

তবুও দুজন পাশাপাশি বসবাসে,

মান-অভিমান, খুনসুটি, ভালোবাসা ,

পাওয়া-না পাওয়ায় দুজনই থেকেছে পাশে,

সবশেষে তবু সজাগ রয়েছে আশা।

বয়সের সাঁকো পার হয়ে যায় ধীরে,

আলগোছে হয় দুজনাই পরিণত,

কত বেদনায় শ্বাস ওঠে বুক চিরে,

বয়সী বাতাস ছুঁয়ে যায় ক্রমাগত।

এখন আর চুলে বাঁধেনা আলগা খোঁপা,

মেদ ভরে গেছে শরীরের খাঁজে খাঁজে,

রক্তচাপের ওষুধ রয়েছে মাপা,

সফেদ বরফ রেশমি চুলের ভাঁজে।

আরেকজন তো বাতের ব্যথায় কাবু,

রাজ্যের কাশি কন্ঠনালীতে বাঁধা,

বদ হজমিতে পথ্য কেবল সাবু,

তার ওপরে আছে চিনির অসুখ সাধা।

কত বিকৃতি যৌবন ভরা রূপে,

তবুও হৃদয়ে মুগ্ধতা কাটে না তো,

ভালোবাসা এসে ডানা মেলে চুপে চুপে,

পড়ন্ত বেলা যতই আসন পাতো।

দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী পরে,

গড়িয়েছে প্রায় জীবনের পরিসীমা,

মুগ্ধতা তবু রয়ে গেছে থরে থরে,

সম্পর্কের নাম হোক প্রেমনামা।

কবিঃ কবি ও লেখক

…………………………………………………………………………………………………………………………

মহীয়সীর প্রিয় পাঠক ! সামাজিক পারিবারিক নানা বিষয়ে লেখা আর্টিকেল ,আত্মউন্নয়নমূলক অসাধারণ লেখা, গল্প  ও কবিতা  পড়তে মহীয়সীর ফেসবুক পেজ মহীয়সী / Mohioshi  তে লাইক দিয়ে মহীয়সীর সাথে সংযুক্ত থাকুন। আর হা মহীয়সীর সম্মানিত প্রিয় লেখক! আপনি আপনার পছন্দের লেখা পাঠাতে পারেন আমাদের ই-মেইলে-  [email protected]  ও  [email protected] ; মনে রাখবেন,”জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও উত্তম ।” মহীয়সীর লেখক ও পাঠকদের মেলবন্ধনের জন্য রয়েছে  আমাদের ফেসবুক গ্রুপ মহীয়সী লেখক ও পাঠক ফোরাম ; আজই আপনিও যুক্ত হয়ে যান এই গ্রুপে ।  আসুন  ইসলামী মূূল্যবোধে বিশ্বাসী প্রজন্ম গঠনের মাধ্যমে সুস্থ,সুন্দর পরিবার ও সমাজ গঠনে ভূমিকা রাখি । আল্লাহ বলেছেন, “তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে চলো ।” (সূরা বাকারা-১৪৮) । আসুন আমরা বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে সমাজে অবদান রাখতে সচেষ্ট হই । আল্লাহ আমাদের সমস্ত নেক আমল কবুল করুন, আমিন ।

আরও পড়ুন