Ads

সময় সাবধান

 

কতটা ক্ষতবিক্ষত করে জমিন তবে উপযোগী হয় বীজ বপনে?
কতটা সহ্য করে তবে উপহার দেয় মা মায়াবী মুখ ভূবণে?

কতটা ফুলের মধু চুরি করে তবে গড়ে মৌচাক রানিমৌমাছির সন্তান লালনে?
কতশত সেনামৌমাছি দেয় আত্ম বলিদান রানীর স্বপ্ন পুরণে?

কষ্টে গড়া মৌচাকে একদিন অচেনা হাতের ছোঁয়ায় ধ্বংস নেমে আসে কেবলই লোভের কারণে।
স্বাধীনতার সুফল কুক্ষিগত করে কতিপয় দুরাচার কতশত জনতার মরনে।

কেউ সোচ্চার হয়ে কন্ঠ সাধে,
কেউ মাতে কন্ঠ রোধে।
মেঘ সূর্যের লুকোচুরি খেলায়
কারোর প্রান চলে যায়।
ধুলো জমে জমে ঢেকে যায় সময়
নুতন গল্পের প্লট খোঁজে রানী
হয়ে এবার আরো সাবধানী।

 

এমদাদুল হক হিমু- কবি

আরও পড়ুন