Ads

সামর্থ্যে দেই ডুব

 

শাওয়াল মাসের নতুন চাঁদে
উঠল মেতে মন,
তারপরও এক অপূর্নতায়
কাটছে সারাক্ষণ।

কী যেনো নেই, কী যেনো নেই
পাচ্ছি না তো— কূল!
মাথার ভেতর কাটছে কেবল
মৌমাছিদের হুল।

চোখের পাতায় আলতো ঠোঁটে
নিদ্রা দেবীর চুম,
ভাবনাগুলো জড়ো হয়ে
করছে ভারী ঘুম।

পাখির মতো উড়ছি আমি
নিচ্ছি কীসের খোঁজ!
যাদের জন্য মন পেরেশান
ঘুম আসে না রোজ।

হঠাৎ দেখি পথের পাশে
একটা রঙিন ফুল,
ময়লা ছেঁড়া কাপড় পরা
রুক্ষ মাথার চুল।

কেউ রাখে না খবর যাদের
কেউ রাখে না খোঁজ,
ঈদের দিনও কাটছে তাদের
যেমনই কাটে রোজ।

ঘুম ভেঙে যায়, চোখ ভিজে যায়
কাঁদছে আমার মন,
প্রতি ঈদে এরাই হবে
আমার আপনজন।

নতুন জামা সঙ্গে নিয়ে
স্বপ্নে পাওয়া পথটা দিয়ে
ছুটছি জোরে খুব,
শূন্যতা আজ পূর্ণতা পাক
সামর্থ্যে দেই ডুব।

 

কবি -মাহদী হাসান 

আরও পড়ুন