Ads

সেই তবু মরিচিকার পথে

লাভার বুকে দেখেছি অনলের কান্না
মৃত্তিকার চারিপাশ পুড়ে পুড়ে ছাই,
আসমান ভেঙে পড়ে জমিনে বন্যা
শান্তি কোথায় আছে,সুখ যেন নাই ।

আহারে মন কাঁদে অজানা ব্যথায়
দুখের পালকি ভূমিতে পড়েছে ধ্বসে,
শ্রাবণধারা নামে কত স্মৃতি কথায়
সুখ কোথায় আছে খুঁজি দিনশেষে ।

আজ এই গোধুলীর সমাধি বেলায়
কত স্মৃতি রেখেছিলে হিদয়ের ভাঁজে,
আজ ভিজেছে তা কাগজের ভেলায়
জীবন পৌছে গেছে,অস্তাচল সাঁঝে ।

সাগরের ঢেউয়ে বহে বেদনার লোহু
সাগর বিনা কেউ কখনো বোঝে না,
লোনাজলে মিশে আছে বেদনা বহু
জল দেখে সবে,অশ্রু কেউ দেখেনা ।

মিছে জেনেও টানে মোরে ভবমায়া
মরিচিকার পথে চলেছি কোন আশে,
রঙিন চাদরে জড়াতে চায় না কায়া
পতংগ মরে তবু আলো ভালোবাসে।

 

জামান – কবি

আরও পড়ুন