Ads

সোনালী গম্বুজ

তাসনীম মাহমুদ

লাল গোলাপের ঘন পাপড়ির মতো
পরিপূর্ণ আমাদের শিরা-উপশিরা, নিশ্বাস বায়ু।
জলপাই গাছের সারিসারি ছায়ায় আশৈশব
বেড়া ওঠা জীবনে আমাদের যে গণ-সঙ্গীত;
সে তো পবিত্র ভূমির প্রার্থনায় “সোনালী গম্বুজ”।।
পিতার মেরুদণ্ড থেকে
নেমে আসতে আসতে আমরা এ গম্বুজের
নিরাপত্তার শপথ নিয়ে থাকি…।
আমাদের শিশু,
কিশোর,
যুবক,
বৃদ্ধ আর
নারীদের প্রত্যেকে
এ সঙ্গীতের চৌকস শিল্পী।

বারুদের গন্ধ তো আমরা
মায়ের উদর থেকেই শুকতে অভ্যস্ত।।
কে আমাদের মারণাস্ত্রের আস্ফালন দেখাও?
আমাদের কলিজা রক্ত ঢেলে দিয়েই ফেরদৌস খোঁজে।

তোমরা আমাদের চোখ’
উপড়ে ফেলতে পারো—
আমাদের দেহ,
বাড়িঘর,
কৃষিজমি আর
জলপাই গাছসমূহ
ধ্বংস করতে পারো। কিন্তু
তোমরা নিঃশেষ করতে পারো না
পবিত্র ভূমির শুষ্ক বাগানে জন্ম নেয়া
লাল গোলাপের শতকোটি উর্বর বীজ।
যে বীজে পূর্ণ হয়ে ওঠে আবু সালাহ’র মতো বীর।।

দেখে যাও হে বন্য শার্দুলেরা,—
আমাদের শিশুরা হামাগুড়ি দিতে শিখে গেছে!
এখন উদয় এবং অস্তের মাঝে যত দূরত্ব
রক্ত আর ঘামে সে পথ পাড়ি দিতে দিতে
আমাদের নিশঙ্ক গন্তব্য হয়ে উঠেছে “সোনালী গম্বুজ”।।

লেখকঃ কবি।

আরও পড়ুন