Ads

স্পর্শ

 

তোমার কোমল স্পর্শে!
খুঁজে পেয়েছি প্রেরণা।
অজ্ঞতার মিছিল পেরিয়ে
পেয়েছি কবিতার ছন্দ।
যে হাতে লিখেছ সোনালী কাবিন,
সেই স্পর্শে ভুলেছি যাতনা।
মৃদু মৃদু কণ্ঠে সাহিত্যের রংতুলি
তোমার স্পর্শে ভুলেছি দ্বন্দ্ব।
ছুঁয়েছি ঐ হাত, যে হাতে আছে
মানবতার মসি!
যে হাতে আমার পড়েছে হাত
সে হাতে আছে কালের কলস।
বখতিয়ারের ঘোড়া!
সঁপেছি ইচ্ছে আর পানকৌড়ির রক্ত
তাই ছুটে চলি পাখির কাছে ফুলের কাছে।
হাতের স্পর্শের পরে শুঁকেছি বারবার
পেয়েছি গণকণ্ঠ আর লোক লোকান্তরের গন্ধ।
বোশেখ থেকে আরব্য রজনীর রাজহাঁস পেয়েছি
মীর আব্দুস শুকুরের প্রেম মেখেছি।।

 

আব্দুল মতিন- কবি, সাহিত্যিকও সহ সম্পাদক মহীয়সী  ।

আরও পড়ুন