Ads

স্বপ্নহীন

 

লাশ বহনের পদাতিক সৈন্য আমি নই।
শব যাত্রায় রেখে যেতে চাই সুগন্ধি ধুপ
পরাজিত মিছিলের কর্মী হবোনা
গগনবিদারী চিৎকারে কাঁপিয়ে দেব স্বর্গলোক
আমি মর্ত্যের জন্য ব্যকুল প্রাণ।
আফ্রিকার কঙ্কালসার মানুষ, সিরিয়ার
শিশুর আকুতি,ফিলিস্তিনের হাহাকার,
কাশ্মীরের সৌন্দর্য পতন।
খবরের কাগজে পড়ি আর শুন্যতায় ডুবি।
বিশ্বনেতাদের দাম্ভিকতার বচন চয়ন
বন্ধুর আড্ডার বিশেষ রসদ।
মিছিলের আহবানে ব্যাকুল থাকি
শ্লোগানের কথারা ধিক্কার জানায়।
আমি কতবার আত্মহত্যা করি!
ফিনিক্স পাখির মতো আবারও জ্বলে জেগে উঠি।
উদ্বাস্তু প্রাণ আমার সংশয়ের অবকাশে ন্যস্ত
তবুও অভিযোজনের নেশায় ব্যাকুল থাকি।

 

বিপাশা হাবিব আরজু- কবিও সাহিত্যিক

আরও পড়ুন