Ads

স্বপ্ন নির্মাতা

কবি, তুমি এমন একটি কবিতা লিখো-
যে কবিতার পেছনের গল্পগুলি হবে এমন
নিরন্ন মানুষের বেদনার কথা বর্ণিত হবে
কুলি-মজুরের ক্রোধের ভাষা উচ্চারিত হবে;
স্টেশনে
ফুটপাতে পড়ে থাকা বঞ্চিত শিশুর জন্মবৃত্তান্ত
হলুদ রোদের আলোতে ঝলমল করবে।

কিছু কিছু কথা লিখো; কিছু কিছু কথা বলো
যে কথাগুলো হৃদয়ের চৌকাঠে ওড়াউড়ি করে
যে কথায়
মনে তৃপ্তির ঢেঁকুর ওঠে, বিশ্বাস অটল থাকে।

তুমি কি জানো!
মধ্যস্বত্বভোগীরা সমাজে বেশ আয়েশেই আছে
ভেবো না তার কথা
বিত্ত বৈভবে উন্মত্ত যে নারী
লিখো না তার কথা।
তোমার কলমের কালিতে ফুটিয়ে তোলো
প্রিয় মানচিত্র
আর লিখো সম্ভ্রমহীনা নারীর বঞ্চনার কথা।

কবি তোমার কবিতা হবে এমন-
আগামী প্রজন্ম পাবে আত্মশুদ্ধির পথ
কবিতা হবে এমন
যেখানে থাকবে নিরন্ন মানুষের মত।
কবিতায় লিখো-
রাজাকারের কথা বহাল তবিয়তে আছেন
দু’বেলা মাছ-মাংস গিলছেন।

কবিতায় লিখো-
আস্তাকুঁড়ে পড়ে থাকা যোদ্ধাহত মানুষ
যাঁর বুকের পাঁজর গুণতে যন্ত্র লাগে না
বেদনার প্রসারতা বুঝতে-
নিতে হয় না লাশকাটা ঘরে।
তাঁর কথা লিখো শ্রদ্ধাভরে-
যাঁর যৌবনের প্রতিটি শিশির বিন্দু
উৎসর্গ করেছিলো জন্মভূমির জন্য
যাঁর ঘুম ভেঙে ছিলো বুলেটের শব্দে
তাঁর কথা তুলে এনো কবিতার অন্তমিলে।

কবি,লিখো সেই কবিতা; যে কবিতা শুনে
আগামী প্রজন্ম চিৎকার করে বলবে-
ধূলোবালির উঠোনে বসে স্বপ্ন সাজাবে
এমন একজন স্বপ্ন নির্মাতা চাই
আমি বঙ্গবন্ধুকে চাই আমার প্রিয় স্বদেশে।।

 

অহনা নাসরিন- কবি  

আরও পড়ুন