Ads

স্বপ্ন যখন বাস্তবে

 

তখন সবে মাত্র ভোর হচ্ছিল
রবিরোদয় যেন হয় হয় বলে বার্তা দিচ্ছিল
পূর্বাকাশ যেন সোনালি আবির মেখে
এক নববধুর সাজে সেজেছিল মোর নয়নে।
ঘুম ঘুম চোখে চারিদিকে চেয়ে
শীতল আলোর সন্ধানে ছিলেম
আমার আকাঙ্কায় ছিলো সোনালী সূর্যটি
সবুজ খোলা প্রান্তরে গা ভাসাতে চাইলাম
হাতে ছিল একগুচ্ছ হাস্নে হেনা।
এসময় তুমি এলে যেন ঠিক
অনিয়ন্ত্রিত মৌসুমী বাতাসের মতো
প্রাণের ছোঁয়া নিয়ে দখিনা বাতায়নে
আমি অনুভব করেছিলাম তোমায়
হৃদয়ের গভীরের কেন্দ্র বিন্দু থেকে।
আত্মার সৌন্দোর্যে ভাস্কর হয়ে
শান্তির শুভ্র পায়রার মতো
তুমি এসেছিলে আমার ছোট্ট
নাড়ায় ছাওয়া একচালা কুঠুরিতে।
আমি ফুলের সম্ভারে সাজাতে চাইলাম
তোমার অন্তরের সুভ্রতাকে আর,
আমাদের হৃদয়ের একাত্মতাকে
একই সাথে দেখতে চেয়েছিলাম।
কিন্তু স্বপ্ন যখন বাস্তবে এলো
তখনি বুঝতে পারলাম
এটি জীবন কিংবা ভালোবাসা নয়
এটি একটি মিষ্টি স্বপ্ন ছিল মাত্র।

 

রওশন চৌধুরী- কবিও সাহিত্যিক  

আরও পড়ুন