Ads

স্বপ্ন

 

ঘুমের ঘোরে স্বপ্ন আমার
বড্ড ভালো লাগে,
গোটা কয়েক স্বপ্নের কথা
বলছি মোটা দাগে।

চোখ বুঁজলেই স্বপ্ন পরীর
হয় যে আগমন,
আমায় নিয়ে ছুটতে থাকে
তেপান্তরের বন।

পাসপোর্ট ও ভিসা ছাড়াই
ঘুরি দেশ-বিদেশে,
সাগর দ্বীপে ঘুরে বেড়াই
ডানায় ভেসে ভেসে।

হিমালয়ের চূড়ায় আমি
উঠছি শতবার,
আমাজন ও নীলের নদে
কেটেছি সাঁতার।

সুন্দরবনে বাঘের পিঠে
এক লাফেতে উঠি,
হাতির পিঠে চড়বো বলে
আফ্রিকাতে ছুটি।

সেথায় গিয়ে অজগরের
ফণায় চড়ে বসি,
তারার দেশে হারাই গিয়ে
চাঁদের জমি চষি।

সাত আকাশে ঘুরে বেড়াই
স্বপ্ন পরীর পিঠে,
স্বর্গ নরক ফেরেশতারা
ঈসা নবীর ভিঁটে।

যে জন আমায় শত্রু ভাবে
দুটি চোখের শূল,
স্বপ্নে খুবই আদর করে
আর হবে না ভুল।

 

রফিকুল্লাহ কালবী- কবি

আরও পড়ুন