Ads

হায় ঘুম!

।। শেখ ফাহমিদা নাজনীন ।।

বহুদিন আগে জন্ম দিয়েছি

খালিদ ইবনে ওয়ালিদ,

তারপর চোখে নেমে ছিল বুঝি

প্রশান্তিময় গাঢ় নিদ।

ঘুমের পরতে স্বপ্ন দেখেছি

হরমুজানের প্রাসাদে,

কোলের ছেলেরা দৃপ্ত কদমে,

বিশ্বাস ভরা আবাদে।

আলহামরার লোহিত প্রাসাদে

আমার কন্যা রানী আজ,

কালিমা খচিত পতাকা উড়ছে,

পুত্রের শিরে নয়া তাজ।

যত ঘুম বাড়ে, স্বপ্নের আগড়ে,

কত সুখস্মৃতি ভরে যায়,

আলী হায়দার মা ডেকে ওঠে,

ওমর বিনয়ে কথা কয়।

বীরভোগ্যা বসুন্ধরায়

আমি তো বীরের জননী,

ঘুমের আমেজে, তপ্ত লোহুতে,

টগবগ করে ধমনী।

ঘুম ভেঙ্গে দেখি পড়ন্ত বেলা,

আলহামরায় বাতি নাই,

গ্রানাডার সেই পথে পথে আজ,

বন্য শ্বাপদ গান গায়।

নিজেকেই নিজে খুঁজে পেয়ে যাই

লোহার খাঁচাতে বন্দী,

কোথায় ওমর? সন্তান করে

শত্রুর সাথে সন্ধি।

পোড়া এ গর্ভে, পর্বে পর্বে,

গর্ধভ আর শেয়ালে,

জন্ম নিচ্ছে হায় দুর্ভোগ!

বদ নসিবের খেয়ালে।

হায় ঘুম! আহাঃ দুর্ভাগা ঘুম!

রাজটিকা কেড়ে নিয়ে যায়,

জেগে দেখি এই অভাগা কপালে,

শেয়াল-শকুন কথা কয়।

১৯ এপ্রিল ২০২৪।

লেখকের আরও কবিতা-বরাদ্দকৃত।। শেখ ফাহমিদা নাজনীন

…………………………………………………………………………………………………………………………

মহীয়সীর প্রিয় পাঠক ! সমাজ,পরিবার ও আত্মউন্নয়নমূলক অসাধারণ লেখা ও আর্টিকেল পড়তে মহীয়সীর ফেসবুক পেজ মহীয়সী / Mohioshi  তে লাইক দিয়ে মহীয়সীর সাথে সংযুক্ত থাকুন। প্রিয় লেখক! আপনার  পছন্দের লেখা পাঠাতে পারেন আমাদের ই-মেইলে-  [email protected]  ও  [email protected] ; প্রিয় লেখক ও পাঠক আমাদের ফেসবুক গ্রুপ মহীয়সী লেখক ও পাঠক ফোরাম এ যুক্ত হয়ে আমাদের সাথেই থাকুন । আসুন সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখতে সচেষ্ট হই । আল্লাহ আমাদের সমস্ত নেক আমল কবুল করুন, আমিন ।

আরও পড়ুন