Ads

Covid 19…সহযাত্রা

শারমিন সুলতানা

Covid19-
শিখিয়ে দিল একি আমায়
জানালো হরেক বার্তা
জুড়ে দিল
নাফস কাউন্সিলিং যাত্রা-
USA,UK,Canada,Saudi Arab,Malaysia,

Oman,Singapore,,Japan,Australia,
All District of Bangladesh..
Online mental counselling
সেবার সাথে পথচলা!
কান পেতে শুনেছি
কষ্টের সাথে স্বস্তির বলা।
পেয়েছি সবার অনেক দোয়া!
কি পেরেছি,
আর কি পারিনি জানিনে..
শুধু জানি দুঃখের সময়ে
ছিলেমতো তবু পাশে..
এতটুকুতেই পাওয়া
অনেক প্রশান্তি….মনের গহীণে
.সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ আমি।
এভাবেই যেনো করে যেতে পারি
পরপারে যাবার
সমাপ্তি Journey!

Covid 19
শিখেছি কি আর কিছু?
হারিয়েছে স্বজন,
পেয়েছি নিজের প্রাণ,
শিখেছি ব্যথা নিয়ে চলার শক্তি,
জেনেছি হিজামা চিকিৎসা পদ্ধতি,
সুন্নাহভিত্তিক সরল পথচলা।

Covid 19-
সময়টা দিল আমায়..
CBT practitioner,
International parenting coach পরিচয়।
নতুন উদ্যমে চলার প্রেরণা!

Covid 19-
দেখিয়ে দিল দুর্বল ও সবল কি?
সবকিছু সজীব করার
আছেন শুধু একজনই
তিনি,সৃষ্টিকর্তা আল্লাহ।

আশীর্বাদ সবার কাছে
যেন থাকি সবসময়ই
মানবকল্যাণের উদ্দেশ্যে।।

[Covid 19 এর সময়টিতো সবাই কিছু হারিয়েছি, কিছু পেয়েছি। Thought restructure করে আমাদের জীবনকে নতুন করে এগিয়ে চলার উদ্যম, সাহস ও শক্তি কাজে লাগবে আশা করি এই কবিতার ভাবমূর্তির মাধ্যমে ইনশাআল্লাহ।

Covid 19 এর সাথে আমার Journey টা কবিতার ভাষায় প্রকাশ করলাম।
Covid 19 এ আমি ডাঃশারমিন সুলতানা, Cognitive behavior therapy practitioner হিসেবে,নিজেকে সবচেয়ে বেশি positiveরাখার চেষ্টা করেছি। পাশাপাশি নারী হিসেবে নারীদের মানসিক কাউন্সিলিং সেবা করার সুযোগ হয়েছিল সবচেয়ে বেশি এই সময়টিতে।এটা আমার জীবনের আশীর্বাদ মনে করছি।
সুযোগ হয়েছিল International parenting coach হিসেবে কাজ করার।]

Dr. Sharmin Sultana.
Mental Health counselor,
Parenting coach of Nafs counselling.
Campus Ambassador of Psycure Organization.

আরও পড়ুন