Ads

বাস্তবতাগুলো বড্ড ফ্যাকাশে! স্বপ্নের মতো রঙিন হয়না।

সাজেদা হোমায়রাঃ

কোনো মানুষের জীবনই তাকে সবকিছু দিয়ে পরিপূর্ণ করে দেয়না।
কিছু চাওয়ার প্রবল তৃষ্ণা অথবা
কিছু না পাওয়ার হতাশা…
কিছু হারানোর কষ্ট…
এগুলো থেকেই যায়।

আমাদের চাওয়াগুলো সীমাহীন। যেটুকু পেয়েছি তাতে সন্তুষ্ট হতে পারি ক’জন? অপূর্ণতাগুলো আমাদের মাঝে প্রচণ্ড হাহাকার তৈরি করে…..আমরা হীনমন্যতায় ভুগি…..কখনো কখনো জীবনটাকেই অসহ্য মনে হয়।

প্রতিনিয়ত আমরা নিজেকে অন্যর সাথে তুলনা করছি। অন্যর প্রাপ্তির সাথে নিজের প্রাপ্তির তুলনা করে হতাশ হচ্ছি। অন্যর ভালো কাজে/সফলতায় মন থেকে প্রশংসা করতে পারছি না। কেউ অনেক এগিয়ে যাচ্ছে তাকে হিংসা হচ্ছে। হিংসা, লোভ এগুলো মনের প্রশান্তি নষ্ট করে।

পৃথিবীটাতো অর্জনেরই জায়গা। যে যেভাবে পারে অর্জন করুক। আমি আমার মতো করে চেষ্টা করি।
Everyone’s journey is different.

তকদীরের উপর সন্তুষ্ট থাকতে না পারাটাও আমাদের অসুখী করে তুলছে। কিছু ব্যাপার রয়েছে যা সৃষ্টিকর্তা প্রদত্ত। এগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই।

সেরা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড গলায় ঝুলিয়েও হয়তো কারো লাইফে সফলতা আসেনা। কারো হয়তো সফলতা আসে কিন্তু পূর্ণতা আসেনা। আবার কারো হয়তো সফলতা, পূর্ণতা সবই আছে তবুও সে প্রচণ্ড নি:সঙ্গ।
সুখ লাভের তীব্র প্রতিযোগিতায় মত্ত হয়ে খ্যাতির শীর্ষে আরোহণ করা মানুষগুলো…তারাও কি আসলে সুখী?
মাঝে মাঝে তো তাদের করুণ পরিণতির কথাও আমরা শুনতে পাই।

আদতে ভালো থাকার মূল ব্যাপার হচ্ছে
সন্তুষ্টি….পরিতৃপ্তি। আমরা যখন নিজের অবস্থানে সন্তুষ্ট থাকতে পারিনা, তখনই শুরু হয় এক ধরনের অস্থিরতা। এ অস্থিরতা আমাদের ভালো থাকতে দেয়না।

নিয়ামতে ভরা এই পৃথিবী।
নিয়ামতে ভরে আছি আমরা।
শুধু একটু উপলব্ধি প্রয়োজন…
তবেই সুখ খুঁজে পাওয়া যাবে।
মন ভরে যাবে প্রভুর প্রতি কৃতজ্ঞতায়….

আমার খুব প্রিয় একটা আয়াত… মনে প্রশান্তি এনে দেয়…

“And He gave you of all that you asked for. If you count the blessings of God, never will you be able to count them.” (Surah 14 Ibrahim:34)

লেখকঃ সাহিত্যিক।

আরও পড়ুন