Ads

সন্তানের সাথে কথা বলার অভ্যাস গড়বেন যেভাবে

।। মাসুদ সাঈদী ।। 

সন্তানের সাথে এভাবে কথা বলার অভ্যাস গড়ুন…।

আপনার সন্তানকে এভাবে কখনো বলবেন না যে—

‘উঠো, নামাজ পড়ো! নইলে তুমি জাহান্নামে যাবে। বরং বলুন! নিয়মিত নামাজ পড় বাবা, যাতে করে আল্লাহ তোমার উপর খুশি হন আর আমিও তোমার উপর খুশি থাকতে পারি। এসো! আমরা একসাথে নামাজ পড়ি, যাতে করে দুনিয়ার মত করে আমরা জান্নাতেও একসাথে থাকতে পারি।’

আপনার সন্তানকে এভাবে বলবেন না যে—

‘তুমি এতো নোংরা কেন? তোমার রুমটি গোছাও, ময়লা আবর্জনা পরিস্কার করো। বরং বলুন, বাবা! তোমার রুম গোছাতে আমার সহযোগীতা প্রয়োজন? তুমি তো জানো ‘আল্লাহ নিজে সুন্দর, তাই তিনি সুন্দরকে পছন্দ করেন।’ তুমি তো সবসময় পরিস্কার পরিচ্ছন্নতাই পছন্দ করো, মাশাআল্লাহ। এসো! দু’জনে মিলে রুমটা গুছিয়ে ফেলি।’

আপনার সন্তানকে কখনো এভাবে বলবেন না যে—

‘এতো খেলাধুলা কিসের? কার সাথে এতো ঘুরে বেড়াও? পড়াশুনা করো এবং খেলাধুলা ছাড়ো, কারণ পড়াশোনা করা খেলাধুলার চেয়েও গুরুত্বপূর্ণ। বরং বলুন, বেশি করে পড়াশুনা কর বাবা! নইলে তুমি সবার থেকে পিছিয়ে পড়বে! আর তাছাড়া তুমি যদি তোমার পড়াশুনা তাড়াতাড়ি শেষ করো, তাহলে তুমি তোমার ইচ্ছেমত খেলতে পারবে। আর নেককার বন্ধু বানালে ইচ্ছেমত তার সাথে বাইরেও বেড়াতে যেতে পারবে।’

আরও পড়ুন- বাবা-মা সন্তানের মোবাইল বা স্ক্রিন আসক্তি তৈরি করছে যেভাবে

আপনার সন্তানকে এভাবে বলবেন না যে—

‘তোমাকে কতবার না বলেছি, বাম কাতে ঘুমাবে না! কথা মনে থাকে না? বরং বলুন, বাবা জানো! আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডান কাত হয়ে ঘুমানো শিখিয়ে গেছেন। আমাদের ডান কাতে ঘুমানো উচিত। এটা সুন্নাহ।’

আপনার সন্তানকে কখনো এভাবে বলবেন না যে—

‘বোকা! এত সহজ একটি প্রশ্নের উত্তর দিতে পারলে না কেন? বরং বলুন, তোমার উত্তরটি ঠিক হয়েছে। তবে এ প্রশ্নটির উত্তর তুমি আরো সুন্দর করে দিতে পারতে। এবার দ্বিতীয় প্রশ্নটি শুনে দেখো তো সুন্দর করে উত্তর দিতে পারো কি না? তুমি খুব মেধাবী। আমার বিশ্বাস তুমি পারবে।’

এভাবে সন্তানের সাথে কথা বললে আশা করা যায় সন্তান পজিটিভ জিনিসগুলোই শিখবে। পজিটিভলি ভাববে। পজিটিভলি কাজ করবে। আমরা অনেকেই সন্তানদের সাথে পজিটিভ আচরণ করি না ।  যে কারণে সন্তানরা অনেক সময় বিগড়ে যায়। ভাল মন্দ বিচার করার শক্তি হারিয়ে ফেলে। আল্লাহ তায়ালা আমাদের ক্ষমা করুন। আমাদের সন্তানদেরকে নেককার সন্তান হওয়ার তাওফিক দিন, দুনিয়া ও আখিরাতে আমাদের সন্তানদেরকে সফলতা দান করুন।

…………………………………………………………………………………………………………………………

মহীয়সীর প্রিয় পাঠক ! সমাজ,পরিবার ও আত্মউন্নয়নমূলক অসাধারণ লেখা ও আর্টিকেল পড়তে মহীয়সীর ফেসবুক পেজ মহীয়সী / Mohioshi  তে লাইক দিয়ে মহীয়সীর সাথে সংযুক্ত থাকুন। প্রিয় লেখক! আপনার  পছন্দের লেখা পাঠাতে পারেন আমাদের ই-মেইলে-  [email protected]  ও  [email protected] ; প্রিয় লেখক ও পাঠক আমাদের ফেসবুক গ্রুপ মহীয়সী লেখক ও পাঠক ফোরাম এ যুক্ত হয়ে আমাদের সাথেই থাকুন । আসুন সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখতে সচেষ্ট হই । আল্লাহ আমাদের সমস্ত নেক আমল কবুল করুন, আমিন ।

আরও পড়ুন