মঞ্জিলা শরীফঃ
রমজানের ঐ রোজার শেষে
চাঁদ উঠেছে আজ,
খুশির জোয়ার বাঁধ ভেঙেছে
সাজবে নতুন সাজ।
নতুন জামা নতুন চুড়ি
আরো চুলের ফিতা,
প্রতি বছর আনতো বাবা
বাদ যেতনা জুতা।
ফিরনি পায়েশ লাচ্চা সেমাই
রাঁধতো মায়ে কত,
ঘুরে ঘুরে সবার বাড়ি
খেতাম…
মোঃ মোস্তাফিজুর রহমান আকন্দঃ
শখের বশে শপিং মলে
যাচ্ছো হাসি কিনতে,
আনছো কিনে কভিড উনিশ,
দুঃখ যদি জানতে।
ঈদের দিনে নতুন পোশাক
এটি ঈদের শর্ত নয়,
বাঁচতে হলে ঘরেই থাকো
বাইরে মরণকূপের ভয়।
আবেগটাকে বিবেক দিয়ে
যাচাই করে পথ চলো,…