Ads

অগোছালো ছন্দ

বিপাশা হাবিব আরজুঃ

আমাকে একটা বর্ণ দিলে

আমি তোমাকে গল্প দিতাম।

আমাকে একটা গল্প দিলে

আমি তোমাকে উপন্যাস দিতাম।

একটা বৃষ্টির ফোঁটা দিলে

আমি মস্ত দিঘি দিতে পারতাম

যা তোমার স্বপ্ন ছিল।

আমাকে একটা দিঘি দিলে

সমুদ্র পাড়ে তোমাকে একটা বাড়ি দিতাম।

অবাধে বিচরণ করতে পারতে বেলাভূমিতে।

কাব্য কথা আর ছন্দের যাদুতে

তোমার দিনলিপিগুলো সাজিয়ে দিতাম।

রোজনামচায় আটকে দিতাম পাদটীকা

লাভ-ক্ষতির হিসেব বন্দী করে।

কাঁচা মাংসের উৎকট গন্ধ নাকে লাগে খুব

তাই জারুল বনেই হাঁটতে চেয়েছি।

এখন নিশ্চয় অন্য কেউ তোমার

এলোমেলো ছন্দগুলো সাজিয়ে দেবে।

খুব জানি আমার চেয়েও সে দক্ষ হবে।

আরও পড়ুন