Ads

অচিনদেশের ঘর

ফারহানা শরমীন জেনী

মুঠো মুঠো জোছনা নিয়ে
খেলছি যখন হৃদ আলয়ে;
ঠিক তখনই জোনাক জলা
রাত্রি আমায় নেয় জড়িয়ে
ঘুমের হিয়ায় আপন করে।

প্রভূ যেমন
আপনমনে খেলেন –
এই ভূবন লয়ে,
ভাঙেন গড়েন ইচ্ছে মতো,
আমিও তেমন
স্বপ্নলোকে বেড়ায় ঘুরে
ইচ্ছে সুখে, সাজাই আমার
ইচ্ছে তরী নিজের মতোন।

নদীর বুকে ঢেউয়ের মাতম
নৌকা তখন উঠে দুলে
শঙ্কা গুলো ডঙ্কা হয়ে
আমার বুকে নৃত্য করে।

জোছনা দিয়ে তৈরি ঘর
বালুর ঝড়ে হচ্ছে পর
তবু আমি প্রভূর প্রেমে
হচ্ছি পাগল,
সৃষ্টি আমায়
সুখের আভায় দিচ্ছে দোল।

সৃষ্টি সুধায় সাঁতার কেটে
পৌছে যবো অচিনদেশে;
ভাবছি আমি থেকে থেকে
অচিনদেশে ঘর বানাতে
আমি সঙ্গে নিলাম কি?

লেখকঃ কবি ও সাহিত্যিক।

আরও পড়ুন