Ads

অনন্য তুমি

এস এম ফয়েজ রহমান

সাতশ কোটি মানুষের মাঝে
একাই তুমি ভিন্ন
আঁকিয়ে দাও পৃথিবীর পরে
তোমার পদ-চিহ্ন ।

বলবে লোকে হাজার কথা
কান দিওনা তাতে
লড়তে হবে একাই তোমায়
থাকবে না কেউ সাথে ।

তোমার ভাবনার গহীন কোনে
ঢুকতে কেহ পারবে না
তোমার মনের গোপন কথা
অন্য কেহ জানবে না ।

অনন্য এক শক্তির আধার
তোমার নিজের মন
সংকল্প তোমার সত্যি হবে
থাকলে কঠোর পণ ।

এগিয়ে যাও স্বপ্ন ধরে
হবেই তোমার জয়
সকল বাধা ভেঙ্গে যাবে
মনে রেখোনা ভয় ।

পরিশ্রম করো ধৈর্য ধরো
অটুট থাকো লক্ষ্যে
দেখবে একদিন সারা দুনিয়া
এসেছে তোমার পক্ষে।

তুমি যে তোমার স্বপ্নের সমান
পাবে তার প্রমাণ
তোমার হয়ে সবাই সেদিন
গাইবে জয়ের গান।

কবিঃ সাহিত্যিক ও বিশিষ্ট ব্যাংকার

আরও পড়ুন