Ads

অভাব

আব্দুল মতিন

প্রত্যহ নব রূপে অভাব আসে দ্বারে,
কখনো অভাব আসে খাদ্যের ভাড়ে।
প্রতি দিবসে আঁচড়ে পড়ে ধিক্কার অনুরাগে,
কভু না নিদ্রা হয় অর্থের অভাবে।
আপন গৃহে দিবা নিশিতে অভাব যখন আসে,
সব কিছু মিথ্যে হয় অভাবের ত্রাসে।
না পাবার যন্ত্রনা বার বার কাঁদাবে,
কোন সুখ তার মুখে হাসি বল ফোটাবে?
হর দম উপদেশ কভু না ফুরায়,
মিছে মায়া সারাক্ষন পেট না ভরায়।
গালি দেয় সারাক্ষণ শূন্যতা শিক্ষার,
মানুষের জঞ্জাল কারন তার দীক্ষার।
অভাবে স্বভাব নষ্ট সর্বলোকে কয়,
শিক্ষা ছাড়া এ অভাব ফুরাবার নয়।

লেখকঃ কবি।

আরও পড়ুন