Ads

অর্থহীন

সুমাইয়া আফরোজঃ

কি লাভ বলো
শিশু যদি ঘুমের মাঝে হাসে?
লাভ কি তাতে
পদ্ম যদি জলের বুকে ভাসে?

দখিন বাতাস আসেই যদি
অলস দুপুর বেলা,
সাঁঝ আকাশে চড়ুই পাখি
বসায় যদি মেলা।

বৃষ্টি যদি পরম স্নেহে
ধরার বুকে নামে,
গুনগুনিয়ে ভ্রমরখানি
ফুলের ওপর থামে।

কৃষ্ঞচূঁড়ার গাছের তলে
দাঁড়িয়ে যদি কেও,
বলে, ‘আহা বাসতো ভালো’,
যখন ছিল সেও।

কড়ই ফুলের সুবাস যদি
লুকিয়ে আসে ঘরে,
আরও বেশি সুবাস ঝরে
মায়ের আঁচল পরে।

থাকবে সবই, যাব রেখে,
সাঙ্গ হলে খেলা।
কি লাভ বল মায়ায় পড়ে
নেই যে বেশি বেলা।

লেখকঃ কবি ও সাহিত্যিক।

আরও পড়ুন