Ads

অসম তল

আবু সাইফা

পুরো পৃথিবী ঠকঠক কাঁপে মালালা জ্বরে
মালালার তরে কেঁদে হয় সারা
পৃথিবীর বড়বড় মানুষেরা কাঁদে
মালালা মানুষ বলে।

সিরিয়া আফগান ফিলিস্তিন লিবিয়ার মরুপ্রান্তরে
মায়ানমারের প্রত্যন্ত জঙ্গল -অকূল সাগরে
দেশহারা-ঘর সংসার বাস্তুহারা
অসংখ্য নারী-শিশু-বৃদ্ধারা
যুদ্ধকরে অনিশ্চিত জীবনের সাথে
অসংখ্য শরণার্থী শিবিরে।
এরাও মানুষ।

সাংবাদিক -ছাত্র অথবা নেতাগোছর কেউ
যদি অস্বাভাবিকভাবে মরে,
দেশ জেগেওঠে উত্তাল উষ্ণতায়
মানববন্ধন – মিছিল -মিটিং অবরোধ
ভাংচুর সবকিছু হয়
এরাও মানুষ বলে।

মানুষ নয় শুধু কামলাখাটা তাহেরেরা।

হাতকাটা তাহেরের মেয়েটারে
ধর্ষকেরা বিবস্ত্র ফেলে রাখে
ফসলের ক্ষেতে
এরা চিনে-কাউনের মত ফেলনা ফসল
এদের কথা কেউ কক্ষনো বলেনা।

এরা মানুষ নয়
আদমশুমারিতে শুধুই সংখ্যা বাড়ায়——

লেখকঃ কবি ও সাহিত্যিক।

আরও পড়ুন