মাজেদ ইসলাম
কত দিবস পার হয়ে যায়, প্রভু
কাঁদি না তোমার দরবারে
এরকম আমি চাই না, কভূ
অভাব কি মোর শূন্যের ঘরে
আমি চাই জানাতে
তোমার কাছে অভিযোগ
তোমার সাথে সাক্ষাতের
অভাবই মহা-সুযোগ!
মাজেদ ইসলাম
কত দিবস পার হয়ে যায়, প্রভু
কাঁদি না তোমার দরবারে
এরকম আমি চাই না, কভূ
অভাব কি মোর শূন্যের ঘরে
আমি চাই জানাতে
তোমার কাছে অভিযোগ
তোমার সাথে সাক্ষাতের
অভাবই মহা-সুযোগ!