Ads

আজ পঁচিশের রাত

-আবু সাইফা

একাত্তর নয়, বিশ সালের মার্চের কালরাত–
এতটা দীর্ঘ যেনো হবে না প্রভাত!

জলপাইরঙা ট্যাঙ্ক আর ভারী বুটের পদাঘাতে
হৃদয় কাঁপানো ভীতি ছিল না গতরাতে
অথবা তন্দুর ফাটা প্লাবন পূর্বাভাষ।

তবুও বনীআদমের নিজ ঘরে কারাবাস
অঘোষিত কারফিউ, প্রতি দরজায় হুলিয়া ঝোলানো
প্রতিটি নগরী মৃত্যুপুরী যেনো
করোনারূপ রাক্ষস আগমনে,
যেনো পরমাণু বোমা ফেটেছে সব জনপদে, সবখানে।

এখনো আকাশ ফেটে পড়েনি, সাগর হয়নি উত্তাল
তবুও মানুষ মহাপ্রলয়ের ভয়ে বিহ্বল!

২৬/০৩/২০২০
প্রথম প্রহর

আরও পড়ুন