Ads

আমারও ইচ্ছে হয়

খাদিজা ইয়াসমীন

আমারও সন্ধ্যা নামে
চুপটি করে বারান্দার কোনে
দাঁড়িয়ে আকাশ দেখি হৃদয় ভরে।
আমারও কান্না আসে
একলা থাকার কোন এক মুহূর্তে
কান্নারও যে ঝরে পড়তে কাউকে লাগে।
আমারও গল্প বলতে ইচ্ছে হয়
হেরো গলার গল্প শোনার ধৈর্য্য  কারো যদি হয়
বই পড়া শেষে বইটি খুব ভালো ‘পড়ে দেখো’ বলতে ইচ্ছে হয়।
আমারও প্রেম আসে চাঁদের প্রতি
কারো সাথে ঠিক মধ্যরাতে ঝলসানো চাঁদ দেখতে পারতাম যদি!
আহা, সে আনন্দ মনেই থাক এখন ঘুমিয়ে ভালোবাসা দেখাই রাতের প্রতি।
আমারও নতজানু হয়ে চাইতে ইচ্ছে হয় সুবহে সাদিকের কিচ্ছুক্ষণ আগে
মনেরও গহীনে কত না পাওয়া ‘চাওয়াগুলো’ আকুতি করে বলে
এইতো সময় চেয়ে নাও আমায় কিছু সখ্যতা হোক তোমার সাথে।
আমারও হেঁটে হেঁটে ভোরটাকে ছুঁতে মন চায়
ফজরের প্রার্থনা শেষে শিশিরে পা ভেজাবো কেউ যদি অনুমতি দেয়
অনুমতি পেলে! চুপটি করে  শিউলিফুল কুড়াবো গোপনে মন দিয়েছে সায়।
আমারও বলা- না বলা, প্রকাশ্য -অপ্রকাশ্য অনেক ইচ্ছে আছে
সবটা পুরা হয়না এটাই লেখা নিয়মের দেয়ালে
কখনো কখনো বলা যায়না অনেক ইচ্ছে নিজেরও কাছে।

  • খাদিজা ইয়াসমীন কবি ও সাহিত্যিক।
আরও পড়ুন