Ads

আমি ভালো নেই!

হাছিনা মমতাজ ডলিঃ

এই শহরের চেনা পথগুলো কেমন বদলে গেছে!
কত প্রত্যাশিত ছিলো এই নীরবতা!
কত প্রার্থিত ছিলো নৈঃশব্দের নিশ্চুপ ঘ্রাণ নেবো শুষে
ইচ্ছুক আত্মার ধমনীতে!
কত বিনিদ্র রাতের আঁধারে
জেগে থাকি শুধু একাকীত্বের বিলাসে!
কান পেতে শুনে নেই ঝরাপাতার মর্মর
দূরের বাতাসে ক্লান্তিহীন নির্জনতার সুর!

আজ শহরের নেমেছে রাতের নিস্তব্ধতা
দিনের রৌদ্রময় ক্ষণগুলোতেও!
নেই কোলাহল মানুষ কিংবা কাকের
হুসহুস করে ছোটে না যন্ত্র দানবও!
তাহলে কেনো ভয়ের শীতলতা ছুঁয়ে যায়
হৃদয়ের অলিন্দ নিলয়!

প্রার্থনা কেবলই এখন —–
চাইনা নির্জনতা কিংবা শব্দের নীরবতা!
জনারণ্যে ডুবে যেতে চায় মন ডাহুকের মতো
হোক কোলাহল, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ হীন কাকের চিৎকার
হকারের কন্ঠস্বর ভেঙে দিয়ে যাক দুপুরের ভাতঘুম!
বিশ্বাস করো একটু বিরক্ত হবো না—–
অসহনীয় এই যানজটে!

আমি আমার শহরের তীব্র শব্দ দূষণে বেঁচে থাকার স্পন্দন পাই—–
এই যে নৈঃশব্দের সুর যেন হাতছানি দেয় মৃত্যুর,
সত্যি আমি ভালো নেই আমার শহরে আর!

লেখকঃ কবি।

আরও পড়ুন