Ads

ঈদের গানঃ হই মানবিক হই

আব্দুস শাকুর তুহিন

ঈদ মুবারাক ঈদ মুবারাক
ঈদ মুবারাক ঈদ,
ঈদ মুবারাক ঈদ মুবারাক
ঈদ মুবারাক ঈদ।

নাই বা হলো এই ঈদে ভাই
নতুন জুতা জামা,
নাই বা দেখা হলো দাদু
নানু খালু মামা।

এই ঈদে চলনা সবাই
হই মানবিক হই,
আনন্দটা ভাগ করে নিই
কিন্তু ঘরে রই।

কোন স্বজনের মুখের হাসি
ঈদের চাঁদে বাঁধা,
প্রতিবেশীর রান্নাঘরে
সুবাস নাকি কাঁদা।
অর্থ খাবার প্রয়োজন যার
হই চলো তারই সই।

এইবারের এই ঈদে টানি
বাসনা মুখে লাগাম,
রবের দেয়া রিযিক থেকে
যাই বিলিয়ে অবিরাম।

নতুন করে দুচোখ ভরে
স্বপ্ন আনি চলো,
শুদ্ধ হবো বাইরে আর
ভেতরে টলোমলো।
বদলে যাবার সময় এবার-
সুর টানি তাথৈ থৈ।

লেখকঃ গীতিকার, সূরকার ও কণ্ঠশিল্পী

 

আরও পড়ুন