Ads

উষার নামাজ

মাজেদ ইসলাম

এই যে শুনছো, উঠউঠ উঠউঠ
দেখ কত বাজে?
নামাজ পড়বেনা,নামাজ পড়বেনা
হলো তোমার কীযে!

চেয়ে দেখ জায়নামাজের একপাশটা
তোমার জন্যই খালি,
আসো না ওযু করে, দু-হাত তুলে
আল্লাহু আকবার বলি।

আলসেমি করোনা আলসেমি করোনা
উঠ বিছানা ছেড়ে,
মাত্র আরেকবার বলবো, যদি না উঠ
পানি দেব ছুঁড়ে!

অনেক ডাকাডাকি হাকাহাকির পরেও
তার টের না কোন পাই,
উঠে বসে,চোখের উপর দুহাত ঘসেও
বলে, আর একটু ঘুমাই।

এই বলে, ধপাস করে শুয়ে আবার পরে।
যাও তুমি ওযু করো, আমি আসছি একটু পরে,
মরার ঘুম আবার ঘুমায়, উঠেনাতো আর
নাহ, পানি ছাড়া কাজ হবেনা এইবার এইবার।

চিমটি মারি খামটে ধরি,অবশেষে সে উঠে
ঘড়ি দেখে মাথায় হাত,হায় সূর্য্য বোধহয় উঠে
তড়িঘড়ি ওযু করে দুজনে জায়নামাজে দাড়াই,
ক্ষমা ভিক্ষা, তীব্র প্রতিক্ষা দুজনে দুজনারে না হারাই।

নামাজ শেষে মুচকি হেসে হয় মোলাকাত।
প্রেম হয়, জয় হয়, হয় আহ্লাদ।
নয়নে নয়ন রেখে মনটা যে নেয় লুটে,
বলি এমন বউ আর কজনের  কপালে জুটে।

মাজেদ ইসলাম কবি।

আরও পড়ুন