Ads

একটি অনাবিল কবিতা চাই

নাসিমা খান
একটি কবিতা দাও
যেখানে দীর্ঘশ্বাস নেই,
একটি কবিতা চাই
যার অক্ষরে অক্ষরে নদী বহে অনুকূলে
যার শরীর ভরে সুর ভাসে কোকিলের
যে কবিতা জন্ম দিতে পারে  অসংখ্য মুষ্টিবদ্ধ হাত
যে কবিতায় ধ্বনিত হয় ম্যান্ডেলা,লেলিন, গান্ধীজি,ক্ষুদিরাম,মঙ্গলপাণ্ডের বজ্র হুঙ্কার,
যে কবিতায় রচিত হয়েছে লক্ষ্মীবাইয়ের মতো তেজস্বিনী জ্যোতি!
আমি একটি কবিতা চাই
যেখানে প্রতারণার ইতিহাস নেই
বিষণ্ণতা ভীড় করেনি যে কবিতার রন্ধ্রে রন্ধ্রে
উদাসী চোখ অজানাই তাকিয়ে ছলছল করে উঠিনি কখনও
বিতর্কিত হয়নি যার শব্দ সম্ভার
যে কবিতার বুকের ভেতর উথলে উঠিনি কান্নার স্রোত
হুতাশন বাঁধিনি যে কবিতার ছন্দে!
আমাকে একটি নিষ্কলুষ কবিতা দাও
যে কবিতা পড়তে পড়তে শিউলির সুবাস পাবো
যে কবিতার ভাঁজে ভাঁজে গ্রথিত আছে মিলনের গান
ভাষা যেখানে স্নেহময় হয়ে ওঠে কবির কণ্ঠে
অমৃত পদাবলী লেখা আছে যার সারাংশে!
আমি কষ্টকে বড় ভয় পাই
আমি যন্ত্রণাকে এড়িয়ে যেতে চাই
একটি কবিতা দাও যে আমার ব্যথা বেদনা
মুছে দিয়ে দেবে স্বর্গের স্বাদ!
আরও পড়ুন