Ads

ক্রীতদাস

এমদাদুল হক হীমু

মানুষ বিক্রি হয় বাজারে
পশুর মতো বিনিময়ে                                            মধ্যযুগে।
স্বাধীনতা বিক্রি হয় ব্যানারে
রঙিন স্বপ্নের বিনিময়ে
মানবতা বলি দিয়ে
এযুগে।

অর্থের বিনিময়ে ক্রয়কৃত মানুষ,
জীবন যাপন গৃহপালিত পশুর।                                মধ্যযুগীয় বর্বরতায়
মানুষের মালিক মানুষ,
গরুরও মালিক মানুষ;
তফাৎ নেই পশু মানুষে।

আজও ক্ষমতায় থাকতে ঝুলে আয়েশে
মানুষের উষ্ণ রক্ত  করে পান মানুষেরই খুলিতে, কেনা মানুষের গোলামীর পরশে।

ক্ষমতার মসনদে টিকে থাকার অজুহাতে, ধর্মে ধর্মে খেলা জুড়ে দিয়ে রেফারির বাঁশী হাতে, দু’দলের ম্যানডেট নিচ্ছ  শয়তানি বুদ্ধিতে।

ক্রীতদাস বোকারাম খেতে পেলেই হয়; লেজ নেড়ে  ঘেউঘেউ সারাক্ষণ আঙিনায়;
স্বজাতি চেনেনা, খেতে দেন প্রভূ সেই হয়।

লেখকঃ কবি।

আরও পড়ুন