Ads

খাবার কোথায় পাই রে…

মোঃবেলাল হোসাইন বকুলঃ
————————————-
আমরা টোকাই পথের শিশু
পথে আমার বাড়ি ঘর,
উপোস জীবন কাটছে শুধু
কেউ রাখেনি খবর তার।

নষ্ট প্রেমের ফসল আমরা
হয়তো ধনীর ধন জানি,
মান ইজ্জতটা যাবে বলে
আমার আবাস বন মানি।

আমার ইচ্ছায় আসিনিতো
আমরা এই পথে আজ,
জন্মদাতা গেছেন ফেলে
মা হারামীর নষ্ট কাজ।

সমাজে আজ নেই পরিচয়
পিতা-মাতার জন্য,
অগোছালো জীবন আমার
আমি যে খুব নগন্য।

পথের রাজা টোকাই আমি
সবাই করে ঘৃণা,
কেউ কখনও চায়না বুঝতে
আমি যে দোষী না।

কথার বেলায় সুশীল সমাজ
কাজের বেলায় নাই রে,
কষ্টে আমার দিন কেটে যায়
খাবার কোথায় পাই রে।

বলছি শোন মায়ের জাতি
আল্লাহকে ভয় করো,
জারজ সন্তান কভু যেনো
নিজের গর্ভে না ধরো।

বাবা ও মা নাইকো যাদের
তারাই বুঝি কষ্ট,
পরিচয়হীন ভুগছি আজও
জারজ হয়ে পষ্ট।

লেখকঃ কবি।

আরও পড়ুন