Ads

গাঁয়ের ছেলে

আবু জাফর বিশ্বাস

গাঁয়ের ছেলে পল্লী কোলে
আমার বেড়ে উঠা,
ফসল ফলে তাতে ঝরে
রক্ত ঘামের ফোটা।

সবুজে ঘেরা পাই শোভা
তেপান্তরের মাঠে।
শাপলা ফোটা পদ্ম পাতা
কাজলা দিঘীর ঘাটে।

নৌকার দাঁড় টানে মাঝি
উজানে ধরে গান,
লাঙ্গর চাষ করে চাষি
ফলায় মাঠে ধান।

রাখাল ছেলে বট তলে
বাঁশির মিষ্টি সুর,
আকাশ নীলে ওড়ে পাখি
দৃষ্টির চেয়ে দূর।

বাগান বনে ঝোপে ঝাড়ে
হরেক পাখির ঝাঁক;
জোনাক জ্বলে রাত্রি কালে
ঘুগরো পোকার ডাক।

মাছরাঙ্গা ও বক পাখি
নিরিখ রাখে ঠোঁটে,
ঢেউভাঙ্গা ঐ বাঁকা নদী
শাপলা পদ্ম ফোটে।

শিউলি বেলি রক্ত জবা
শিমুল লালে সাজে,
বসন্ত এলে ফুলে ফলে
সুন্দর্য প্রকৃতি মাঝে।

আমার দেশে সোনা ফলে
সবুজ শ্যামল মাঠে,
মানিক মুক্তা হিরে মেলে
সাগর নদীর ঘাটে।

আরও পড়ুন