Ads

গান

সাবের রাহীঃ

চলোনা বন্ধু আজ অন্য কোথাও
এখানে বাতাস খুব মন্দ তাই
চাইনা যেতে ঐ সন্ধ্যা মেলায়
সেখানেও মানুষ, আর ভালো নাই।।

কোনও এক সকালের রৌদ্র এসে
প্রেমের বাসা বাঁধে বুকের পাশে
জীবনের সব পথ হারিয়ে পথে
নিজের ভুলে শুধুই শুন্য কুড়াই।।

কত গল্প- রচনা কত কাব্য আসে
শুকায় সকাল-দুপুর শিশির ঘাসে
আমাদের প্রেম সেও কোন ছলনাতে
জানিনা কোন আগুনে পুড়ে হয় ছাই।।

লেখকঃ গীতিকার। 

আরও পড়ুন