Ads

চুরি এখন ছাড়ো

বেলাল বকুলঃ

আগে পরেও চলছে অনেক
আজো সবই চলে
অনাহারীর খাদ্য খেতে
ব্যস্ত দলে দলে

ভয় করেনা শক্তি অনেক
আছেন বড় ভাই
সেই সুবাধে করছে চুরি
বলার কিছু নাই

থাকতে ঘরে খাদ্য তোমার
মজুত কেন করো
লাভ হবেনা মরে দেখো
চুরি এখন ছাড়ো

যা করেছো লুকোচুরি
দেখছে জনগণ
ক্ষমা চেয়েও আর পাবে না
আম-জনতার মন

তওবা করে করো সেবা
হওরে কবর মুখি
মানবতার পাশে দাঁড়াও
হবেই তবে সুখি।

লেখকঃ কবি।

আরও পড়ুন