Ads

জেগে ওঠো তুমি

আবু সাইফা

হৃদয়ে সুঘ্রাণ ওঠে এক নতুন ঢেউয়ের
তোমার অনুভব কখনো ছোঁয়না তা,
সে ঘ্রাণ আজতক বোঝনি হয়তোবা
বেলাভূমিতে মৃত্যু হলো আমার প্রেমের।

তুমি হেঁটেচলো আঁকড়ে ধরে পুরনো নিয়ম
করেছ নিয়ম না ভাঙার অঙ্গীকার
এ খেলা আসলে নিয়ম ভাঙার,

আমি একা পথে হেঁটে যেতে কতটা সক্ষম!

আরও পড়ুন