Ads

টোকাই

মোল্লা জামান

আমি  টোকাই
কাগজ  কুড়াই
কাদামাটি নাড়ি
নেইকো আমার বাড়ি।
রাত্রি হলে  ঘুমাই আমি
গাছতলা বা ফুটপাতে
ঝুপড়ি যেন রাজার মহল
আমার কাছে ঘোর রাতে।

দেখলে বাবু
হই যে  কাবু
ভাবি সকাল সাঁঝে
কাজ-অকাজের মাঝে।
মানুষ আমরা সবাই যখন
ফারাক কেন অত
ফাইভ স্টারে ঢালছে টাকা
অযুত, হাজার যত?

তারপরও তো
খাচ্ছি  যত
সারা সময় গালি
আমরা চোখের বালি।
আমরা তো নই চোর বা ডাকাত
খাই না পকেট মেরে।
করছে যারা পুকুর চুরি
খাচ্ছে তালুক কেড়ে
তারা সবাই পাক ও পূত
আছে রাজার হালে
দিনকে তারা রাত্রি বানায়
কূট-কুশলী চালে।

একটুখানি সুযোগ পেলে
আমরাও তো কাজের ছেলে
টোকাই থেকে মানুষ হতাম
হতাম সবার ভাই
এরচে বেশি নেইকো  আশা
এইটুকু যে চাই।

লেখক:কবি।

আরও পড়ুন