Ads

তাদের শীত

অসিমা দাস

তাদের কথা ভাবছে কারা,পথের ধারে ঘুমায় যারা,
তাদের দিও একটু আদর,হোক না সেটা ছেঁড়া চাদর।
তোমারতো যথেষ্ট আছে, তারপরও নতুন কিনো,
শীতকাতুরে বড্ড তুমি, সাথে তোমার পরিবারও।
হাজার হাজার টাকা বাজেট করো-
লাগবে সবার শীতের কাপড়।
তারপরও মনটা খারাপ,রং ভালোনা, দামটা যে কম।
একবার ঘুরে এসো, তাদের আঙ্গিনা থেকে,
একটু পেলেই খুশি কেমন সারামুখে ছড়িয়ে রাখে।

তুমি দেবে হয়তো পুরণো কাপড়,ভালোবাসায় জড়িয়ে নেবে,
আর কিছুই নেই তেমন তাদের অমূল্য ভালোবাসা ছাড়া।
তাদের ও শীত নামে সারা আঙ্গিনা জুড়ে,
তারাও তো মানুষ বাপু একটা বার চিন্তা করো।
একটুকরো মলিন কাপড়ে শীতের সাথে যুদ্ধ করে,
শীতের তীব্রতা কি আর তাদের তেমন স্পর্শ করে!
জীবনের সাথে ঝুঝে ঝুঝে বিশ্বজয়ের হাসি হাসে।

লেখকঃ কবি ও সাহিত্যিক

 

আরও পড়ুন