Ads

তোমার অপেক্ষায় লেখা চিঠি

সেকেলের অপেক্ষায় চিঠি ছিলো,
রোজরোজ পোস্টঅফিসের খোঁজ,
ডাকপিয়নের ডাকে মন উচাটন।
আর এখন সময়ের গতির চেয়ে হাতের নাগালে সব,
ভাইবার,হোয়াটসঅ্যাপ, ইমো আরও কতো কি!
তবুও শেষ হয়না অপেক্ষার পালা,
ক্ষীণ অনুভবে ব্যাকুল হয় অনুভূতি।
দীর্ঘশ্বাস পড়ে সময় অসময়ে,
বাঁচবার আশা জাগে পরতে পরতে,
শুধু অপেক্ষায় এই বুঝি তুমি এলে,
তোমার বার্তা এলো,
সংবাদের শিরোনামে!
তুমি বললে,কেমন আছো প্রিয়তমা,
মনে পড়েছে বেশ আমায়,
আমি ভালো আছি।
পরিপূর্ণতায় ভোরে যায় আমার সকল গ্রাস করা অব্যক্ত মনের কষ্ট!
আমিও যেন মনে মনে বলি,
হ্যাঁ আমিও ভালো আছি এখন,
তুমি বলবে এখনও কি ভালোবাসো মোরে।
আমি বলবো ভালোবাসা কি মরে কভু
জিইয়ে রেখেছি
“দু নয়নের জলে”!
তুমি বলবে স্বার্থক জন্ম মোর,
আমি লাজে লাল হবো দুগালের অবয়বে
তুমি বলবে বাহ তোমায় তো লাগছে বেশ
রাঙা ঠোঁটে,
আমি আগুন চোখে ভালোবাসার প্রলেপে
জরিয়ে ধরতে চাইবো তোমায়!
কিন্তু এতো শুধু কল্পনা!
ছুঁতে পারবনা হৃদয়,
তুমি যে আছও যোজন যোজন দূর,
আমা হতে তোমার যে দূরত্ব এক বিশাল সমুদ্দুর!

 

সাবিলা রওশন – কবি ও সাহিত্যিক 

আরও পড়ুন