Ads

দুই দিনের দুনিয়া

 

দুই দিনের এই দুনিয়ায়-
করছো কত কারবার,
এক মূহূর্তের নেই ভরসা
চিন্তা কর একবার।

সময় থাকতে হুঁশ হলোনা
ভুলের পিছে ঘুরছ সব,
সবকিছুই বিলীন হবে
থাকবে শুধুই মহান রব।

টাকা-পয়সা গায়ের জোরে
করছ তুমি কতই পাপ?
পরপারে গেলে তোমার
কোন হিসাব হবেনা মাফ।

আজরাইলের কথা বললে
করেছো তুমি তিরস্কার,
ইহকালে যেমন কর্ম করবে
পরকালে পাবে তেমন পুরস্কার।

 

শাহানারা শারমিন- কবি 

আরও পড়ুন