Ads

দু’টি মেয়ে

তারিকুল ইসলাম সুমনঃ

একটি বাসায় দুটি মেয়ে
একটি করে কাজ,
অন্য মেয়ের পড়া-খেলায়
অনেক থাকে সাজ।

একটি ঘষে বাসন-বাটি
ব্যস্ত দু’খান হাত,
অন্য মেয়ের ছবি আঁকায়
বাড়ে অনেক রাত।

একটি মেয়ের খাবার থাকে
সব কিছুতে কম,
অন্য মেয়ের টেবিল ভরা
খাবার যেন যম!

এমন হলে কেমন হতো
দুই মেয়েতে সই,
এক টেবিলে ছড়া কাটে
দুজন হাতেই বই।

লেখকঃ কবি।

আরও পড়ুন