Ads

নীল সমুদ্রে ডুবে গেছে মন

 

বিবর্ন দিনগুলো যেন বেদনার মুখরতায় কাটে
খুব চাই এই বদ্ধ সময়ের করিডোরে
বসন্তের উদাসী কোনো বিকেল!
একাকীত্বের বেনোজলে ভেসে যাই কেবল
কখনো শঙ্খচিল হই অচেনা কোনো স্মৃতির বন্দরে—
ছেনে ছেনে আনি ধূলোয় মাখা সুখপেলবিত
ঝরে যাওয়া অকালে সেইসব সোনালি দিন!
মনে হয় হাজার বছরের স্বপ্নসূতোয় বোনা!
আরশিতে দেখি আলোছায়ায় ঘেরা পলাতকা
সেই প্রার্থিত জীবন!

কতোকাল ধরে যেন নিগূঢ়তম নিঃশব্দ স্রোতে বয়ে যায়
শব্দহীন জলজ অনুভবের বৃষ্টিপাত,
কেবলই ভেজায় হৃদয়ের শুকনো পলিমাটি!
শুধু শ্রাবণ এলেই ভিজে যায় দুচোখের বিষণ্ণ কান্নার নীল রঙ!
জীবন কি এমনই! নীল রঙের ক্যানভাসে অস্ফুট তুলিতে অধরা গল্পের শিলালিপি রাঙায়!

ক্লান্তির ছোট ছোট কণায়
গড়ে মহীরুহ, নিমজ্জিত করে কষ্টের নীল সমুদ্রে —
ধূসর রঙের স্বপ্নজাল খুলে রোদ্দুর ছুঁয়ে যাই অবিরত,
আবারও বেঁচে ওঠার প্রত্যাশায়।

 

হাছিনা মমতাজ ডলি- কবি 

আরও পড়ুন